বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগে আটক অভিনেতা

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ধর্ষণের অভিযোগে আটক অভিনেতা

বিনোদন ডেস্ক : 

ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় জনপ্রিয় মালয়ালম অভিনেতা সিদ্দিকীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খুব শিগগিরই অভিনেতাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

চলতি বছরের আগস্ট মাসে সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাঁকে হেনস্তা করেছিলেন সিদ্দিকী। আগস্ট মাসে অভিযোগ দায়ের হওয়ার পর অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন সিদ্দিকী।

মাস কয়েক আগেই যৌন হেনস্তার ঘটনা নিয়ে অনেকে মুখ খুলেছিলেন। সে সময়ই সিদ্দিকীর নামেও অভিযোগ করা হয়। তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এ অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকী।

সে চিঠিতে সিদ্দিকী লিখেছিলেন, “সুখমৈরিকাট্টে” ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের মা-বাবার সামনেই সেদিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সেদিন কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পর তিনি এ অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্তা বা মৌখিকভাবে যৌন হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।

আগস্ট মাসেই মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া