রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

দেড় মাসের মধ্যে করোনায় বাবা-ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জে ৪৩ দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)। পরিবারটি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আউয়াল গত ৪ জুন করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পরদিন ৫ জুন মারা যান।

এরপর ১২ জুন সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

গত ১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার করোনা উপসর্গ নিয়ে মারা যান। ১৮ জুলাই তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া