রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন আরও ৪৭ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন আরও ৪৭ জন
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জন মারা গেছেন। এছাড়া নতুন করে ২ হাজার ২১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।  এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৪১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.০৯ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.২৬ শতাংশ।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ : আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ

নতুন যে ৪৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ২৭৪ জন বা ৭৮.৪৪ শতাংশ এবং নারী ৯০০ জন বা ২১.৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৪.১৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া