শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

দুদকের মামলায় শুরু হলো সাবেক এমপি বদির বিচার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
দুদকের মামলায় শুরু হলো সাবেক এমপি বদির বিচার
সাবেক এমপি বদি

দুদকের মামলায় শুরু হলো টেকনাফের সাবেক এমপি বদির বিচার। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ মামলার চার্জ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।

আবদুর রহমান বদির আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আলী আকবর।

আরও পড়ুন : জিনিয়ার অপহরণকারী লোপা রিমান্ড শেষে কারাগারে

মামলায় উল্লেখ করা হয়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকা গোপন রেখে দুদকে সম্পদ বিবরণী জমা দেন তৎকালীন টেকনাফ পৌরসভার মেয়র আব্দুর রহমান বদি।

ওই মামলায় আজ চার্জ গঠনের আদেশ দিলেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। আগামী ১৫ অক্টোবর শুরু হবে এ মামলার সাক্ষ্যগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া