ঢাকা-বরিশাল নৌরুটে মিয়ারচরে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চের এক যাত্রী জানান, মিয়ারচর চ্যানেলের বিকল্প কালিগঞ্জ চ্যানেলে মানামী-২ ও সুন্দরবন-১০ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন লঞ্চে থাকা প্রায় ২ হাজার যাত্রী।
জানা গেছে, ঢাকার সদরঘাট থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এমভি মানামী-২ ও সুন্দরবন-১০ লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।
নৌরুটের মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় বিকল্প হিসেবে কালিগঞ্জ চ্যানেল দিয়ে যাওয়ার সময় চরে আটকে যায় মানামী-২ লঞ্চটি।
পরে সেখানে থেকে ব্যাক করার সময় পেছন দিয়ে আসা সুন্দরবন লঞ্চটিকে ধাক্কায় দেয়। এতে সুন্দরবন লঞ্চের দুই-তিনজন আহত হয়। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।