মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

দুই নারীকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট

যোগাযোগ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
দুই নারীকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট
সংগৃহিত ছবি

দুই নারীকে বাচাঁতে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মের্সেলো হেবেলো ডি সউসা। পর্তুগালে সাগরে ডিঙ্গি উল্টে গিয়ে বিপদে পড়েছিলেন দুই নারী। তাদের বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে গেলেন দেশটির প্রেসিডেন্ট। পর্তুগালের আলগারবি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন

টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকা ওই দুই নারীর দিকে সাঁতরে যেতে দেখা গেছে ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সউসাকে। বর্তমানে আলগারবিতে ছুটি কাটাচ্ছেন পর্তুগালের প্রেসিডেন্ট।

আরও পড়ুন : ইউরোপের ৬ দেশে পুরুষের চেয়ে নারী বেশি

করোনা মহামারীতে অর্থনীতিকে চাঙা করতে সেখানকার পর্যটনকে তুল ধরতে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। প্রেসিডেন্ট সউসা সাংবাদিকদের জানান, ওই নারীরা পাশের আরেকটি সমুদ্রসৈকত ডিঙ্গি উল্টে স্রোতের টানে সাগরে ভেসে যাচ্ছিল।

তবে তার আগেই আরেক ব্যক্তি জেট স্কি নিয়ে ওই দুই নারীর কাছে ছুটে যান। ওই ব্যক্তিই রাবারের ডিঙ্গিটাকে তীরে নিয়ে আসতে সক্ষম হন।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্রেসিডেন্ট সউসা বলেন, ওই নারীরা আরেকটি সমুদ্রসৈকত থেকে এসেছেন।

সেখানে পশ্চিমমুখী বড় ধরনের একটি স্রোত থাকায় তারা ভেসে যায়, তাদের ডিঙ্গি উল্টে যায়।

তিনি বলেন, সাগরের প্রচুর পানি ওই নারীদের পেটে চলে, এমনকি তারা ডিঙ্গিটিকেও সোজা করতে পারছিল না। স্রোত এতই প্রবল ছিল যে, তারা সাঁতারও কাটতে পারছিলেন না। ভবিষ্যতে ওই নারীদের সাবধান হতে বলেও তিনি সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া