Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিলীপ কুমারের ভাই মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ২৭৫ জন দেখেছেন

দিলীপ কুমার ও তার ভাই

বলিউডের বরেণ্য অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে মুম্বাইয়ের লিলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অন্যদিকে বার্তাসংস্থা এএনআই এক টুইটে জানিয়েছে, আসলাম খান করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন।

দিলীপ কুমারের ছোট দুই ভাই এহসান খান (৯০) ও আসলাম খানের কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছিল।

এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গত ১৫ আগস্ট রাতে তাদের লিলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

৯৭ বছর বয়েসি দিলীপ কুমার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। শারীরিকভাবে তিনিও অত্যন্ত দুর্বল। আর এর মধ্েয করোনা প্রকোপ।

আরও পড়ুন : নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

এ ধরনের রোগীর করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। তাই এই রোগ থেকে দূরে থাকতে দিলীপ কুমার আইসোলেশনে রয়েছেন।

১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেতা।

দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার।

দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- নয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, আজাদ, দেবদাস, মুঘল-ই-আজম, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি।

১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

দিলীপ কুমারের ভাই মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে

প্রকাশের সময় : ০৬:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

বলিউডের বরেণ্য অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে মুম্বাইয়ের লিলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অন্যদিকে বার্তাসংস্থা এএনআই এক টুইটে জানিয়েছে, আসলাম খান করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন।

দিলীপ কুমারের ছোট দুই ভাই এহসান খান (৯০) ও আসলাম খানের কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছিল।

এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গত ১৫ আগস্ট রাতে তাদের লিলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

৯৭ বছর বয়েসি দিলীপ কুমার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। শারীরিকভাবে তিনিও অত্যন্ত দুর্বল। আর এর মধ্েয করোনা প্রকোপ।

আরও পড়ুন : নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

এ ধরনের রোগীর করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। তাই এই রোগ থেকে দূরে থাকতে দিলীপ কুমার আইসোলেশনে রয়েছেন।

১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেতা।

দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার।

দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- নয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, আজাদ, দেবদাস, মুঘল-ই-আজম, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি।

১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।