বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

দক্ষিণী অভিনেত্রী কাজল চুপিচুপি বাগদান সারলেন

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
দক্ষিণী অভিনেত্রী কাজল চুপিচুপি বাগদান সারলেন
সংহৃহিত ছবি

দক্ষিণী অভিনেত্রী কাজল চুপিচুপি বাগদান সারলেন । যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘মাগাধেরা’ খ্যাত এই অভিনেত্রী।
তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চুপিসারে বাগদান সেরেছেন দক্ষিনী অভিনেত্রী কাজল আগরওয়াল। এমনকি খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম গৌতম। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
এই গোপন আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা শ্রীনিবাস বেলামকোন্দা।
কাজলের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। এর আগে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটেছিল, আশীষ সাজনানি নামের এক হোটেল ব্যবসায়ীকে মন দিয়েছেন কাজল। প্রেমও করছেন তারা।
যদিও তা গুঞ্জন পর্যন্তই রয়ে যায়। তারপর শোনা যায়, বাহুবলীর রানা দাগ্গুবতীর সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনেও জল ঢেলেছেন খোদ রানা। গেল কয়েকদিন আগেই মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন রানা দাগ্গুবতী।
২০১৯ সালে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে প্রসঙ্গে কাজল বলেছিলেন, ‘হ্যাঁ, আমি খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চাই। তবে তার মনের মানুষকে অবশ্যই ধার্মিক, যত্নশীল ও পজেটিভ হতে হবে।’
নায়িকার এমন মন্তব্য আর সিনেমা পাড়ায় রটা গুঞ্জন অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। তবে তার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষার প্রহর কিছুটা বাড়লো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া