মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

‘তুফান ২’-এ থাকবেন যারা

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
‘তুফান ২’-এ থাকবেন যারা

বিনোদন ডেস্ক : 

ক্যারিয়ারের শুরু থেকেই ফুল শটে খেলছেন রায়হান রাফী। খুচরো রানে অভ্যস্ত নন তিনি। প্রায় বলেই হাকান ছক্কা-বাউন্ডারি। সদ্যমুক্তিপ্রাপ্ত তুফানে ডাবল ছক্কা হাঁকিয়ে মার্কিন মুলুকে ছুটে গেছেন ছুটি কাটাতে। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশে ফিরেই শুরু করবেন ‘তুফান’-এর দ্বিতীয় কিস্তির কাজ। সিক্যুয়েলে কারা থাকছেন মুখ খুলেছেন সে বিষয়েও।

শুরুতেই রাফী বলেন, অনেক পরিশ্রম গেছে। দুই দেশ মিলিয়ে শুটিং। তারপর দুই দেশ মিলিয়ে প্রচার। দর্শকেরা মুখ ফেরাননি। দুই বাংলা বিদেশ মিলিয়ে ছবি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের ছবিতে মন দিতে পারব না।

দেশে ফিরেই হাত দেবেন সিক্যুয়েলের কাজে। এমনটা উল্লেখ করে বলেন, আপাতত তেমনই ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে ‘তুফান’ ছবি।

জানা গেছে, আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন ফ্র্যাঞ্চাইজ়িতে। জানিয়েছেন, টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। রাফী বলেন, দেখুন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।

কোরবানি ঈদের দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। বর্তমানে চলছে ১৬ দেশে। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া