মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

তিন কিশোর নিহত : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বরখাস্ত

যশোর প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
তিন কিশোর নিহত : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বরখাস্ত
নিহত কিশোরদেরকে হাসপাতালে নেয়া হচ্ছে, সংগৃহিত ছবি

তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দুদলের সংঘর্ষে যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত

তিন সদস্য বিশিষ্ট কমিটিতে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছকে আহবায়ক করা হয়েছে।

এ ছাড়া সদস্যসচিব সামজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা এবং সদস্য জেলা পুলিশ সুপারের একজন প্রতিনিধি যিনি এএসপি পদমর্যাদার নিচে নন।

কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে বিকেলে সমাজসেবা অধিদপ্তর দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: