আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ঘাতক বাসচালক জমির হোসেন (৬০) মারা গেছেন। শনিবার (১ আগস্ট) ঈদের দিন সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় লাখে ১৫ জনের মৃত্যু হয় বাংলাদেশে
তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির হোসেন।
জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় শুক্রবার তিনি হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় ওই দিনই তাকে কারাগার থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।