বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ঢালারচরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন রেল সচিব

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২০
ঢালারচরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন রেল সচিব
ঢালারচরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রেল সচিব মো. সেলিম রেজা

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা শুক্রবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় বেড়া উপজেলার ঢালারচর রেলস্টেশন পরিদর্শন করেন। তিনি ওই ইউনিয়নের এক’শ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রদত্ত প্রধানমস্ত্রী’র উপহার বিতরণ করেন।

এ সময় ঢালারচর রেল স্টেশনে উত্তরবঙ্গের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব সেলিম রেজা মহামারী করোনা ভাইরাস সংক্রমরোধে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি রেল লাইনের যন্ত্রাংশ নিজেদের সম্পদ মনে করে নিজেদের দায়িত্বে দেখে রাখার আহবান জানান।

আরও পড়ুন : টাকা ভাসছে রাজশাহী রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের ড্রেনে

পরে তিনি উপজেলার পুরান ভারেঙ্গা ইউপিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রদত্ত টিআর প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগীদের কয়েকটি ঘর ও নগরবাড়িতে স্থাপিত মেরিন একাডেমিসহ বেড়া উপজেলায় বাস্তবায়িত সরকারের কয়েকটি উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় রেল সচিবের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন, আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক, বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ, ঢালারচর ইউপি প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম (আমিন) প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া