শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর জেলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুইজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক।

পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে এলে অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মো. বাচ্চু মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে রাতে তারা দক্ষিণ বঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশা কারণে পেছন থেকে কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, আজ সোমবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ১ জনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি দুটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ‘আজ ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। এর ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া