বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার অংশে যানজট-ধীরগতি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার অংশে যানজট-ধীরগতি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ১৩ কিলোমিটার অংশে যানবাহনে ধীরগতি।

শনিবার (১৫ জুন) ভোর থেকে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে কোথাও যানজট আবার কোথাও ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

এর আগে শুক্রবার রাত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পরিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কের যানজট বেড়েছে। যানজটের ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষ ও চালকদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের ধীরগতি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া