নিজস্ব প্রতিবেদক :
গভীর স্থল নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় সকাল থেকে ১১৬ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার (২৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের হিসেব অনুযায়ী এটি অতি ভারী বৃষ্টিপাত। এরমধ্যে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অবশ্য সন্ধ্যার পরও ঢাকায় বৃষ্টি থাকবে বলেও জানান তিনি।
এদিকে টানা বৃষ্টির ফলে রাজধানীতে গরম কমলেও ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। বেলা গড়িও বিকেল এলেও বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এদিন রাজধানীর রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে। গণপরিবহনে যাত্রীও কম দেখা গেছে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। দিনভর বৃষ্টির কারণে ভাড়া পাচ্ছেন না তারা। অফিসফেরত ব্যক্তিরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে বের হয়েছেন।
রাজধানীর মৌচাক মোড়ের অফিসফেরত আলতাফ হোসেন বলেন, এমন বৃষ্টি হচ্ছে- থামাথামি নেই। এদিকে তো পানি উঠে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। রিকশাভাড়াও হঠাৎ বেড়ে গেছে। ভিজে ভিজে বাসায় যাচ্ছি।
আব্দুল হাই নামের এক রিকশাচালক বলেন, সকাল থেকে বের হতে পারিনি। দুপুরের পর বৃষ্টি কম দেখে বের হইছি। কিছুক্ষণ ভাড়া টানি, আবার কিছুক্ষণ কোনো দোকানপাটের সামনে বিশ্রাম নেই।
এদিকে টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও রাস্তার পাশে গাছ ভেঙে পড়েছে। এতে যানচলাচল বিঘ্নিত হচ্ছে।