ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ রেলওয়ে। এতে করে বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে জাতীয় পরিচয়পত্রসহ ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : বিনা টিকিটে টেনে ওঠায় ২০ যাত্রীকে জরিমানা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে।
তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।