ট্রেনের আসন আর খালি রাখা হবে না। এজন্য শতভাগ টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেন ভ্রমণে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সকল স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি যোগাযোগবিডিকে জানিয়েছেন।
তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হবে।
এ সিদ্ধান্তের ফলে উঠে যাচ্ছে ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম। কাল থেকে বিক্রি হবে শতভাগ ট্রেনের টিকিট। পাশাপাশি সিটে বসবে যাত্রীরা।
আরও পড়ুন : ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে ২০২২ সালেই
করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চালু করা হয়।
উল্লেখ, এখন মোট ৯১ জোড়া অর্থাৎ ১৮২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। এদিকে সব মিলে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করে ৩৬২টি।