Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশি সৈকত

স্পোর্টস ডেস্ক : 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি। এটা তো পুরাতন খবর। তবে নতুন খবর আসন্ন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার আম্পায়ার হিসাবে থাকবেন সৈকত।

বুধবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিজ্ঞপ্তিতে জানায়, সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসাবে স্যাম নোগাজস্কি ও চতুর্থ আম্পায়ার হিসাবে ল্যাংটন রুজেরে।

এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা আছে সৈকতের। তবে এবারই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। সেটাও আবার উদ্বোধনী ম্যাচে প্রথমবার। ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সি সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।

আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ম্যাচ অফিশিয়ালের তালিকা- আম্পায়ার-

ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাউদিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জায়ারামান মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুজেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি– ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশি সৈকত

প্রকাশের সময় : ০৬:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি। এটা তো পুরাতন খবর। তবে নতুন খবর আসন্ন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার আম্পায়ার হিসাবে থাকবেন সৈকত।

বুধবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিজ্ঞপ্তিতে জানায়, সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসাবে স্যাম নোগাজস্কি ও চতুর্থ আম্পায়ার হিসাবে ল্যাংটন রুজেরে।

এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা আছে সৈকতের। তবে এবারই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। সেটাও আবার উদ্বোধনী ম্যাচে প্রথমবার। ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সি সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।

আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ম্যাচ অফিশিয়ালের তালিকা- আম্পায়ার-

ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাউদিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জায়ারামান মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুজেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি– ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।