সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক : 

জুলাইয়ের শেষ দিকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তার আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের ব্যর্থতার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে অবদান রাখতে চান তিনি, খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা সব সময়ই আমার সর্বোচ্চটা পাবে। আমি সব সময় দলের সহায়তায় এবং নেতৃত্বগুণ দিয়ে পাশে থাকবো।

অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন হাসারাঙ্গা।

হাসারাঙ্গার বদলি কারও নাম ঘোষণা করেনি লঙ্কান বোর্ড। ওয়ানডে অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিস দায়িত্বে রয়েছেন। টেস্টে রয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

মূলত অন্তর্র্বতী কোচ হিসেবে সনাথ জয়াসুরিয়ার নাম ঘোষণার একদিন পরই ওয়ানিন্দু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

হাসারাঙ্গার অধিনায়কত্বে গত ছয় মাসে ১০টি টি–টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা, এর মধ্যে ছিল সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপ শেষে কোচ সিলভারউড দায়িত্ব ছেড়ে দেওয়ায় অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। এবার অধিনায়কত্বেও নতুন কাউকেউ দেখা যেতে পারে। জায়গায় আলোচনা হচ্ছে চারিথ আসালাঙ্কাকে নিয়ে।

চলতি মাসেই লঙ্কানদের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। যেখানে আসালাঙ্কার কাঁধে নেতৃত্বভার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে হাসারাঙ্গার অনুপস্থিতিতে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। চলমান এলপিএলেও আসালাঙ্কা অধিনায়কত্ব করছেন জাফনা কিংস দলের। অন্যদিকে, আগের আসরে ক্যান্ডিকে চ্যাম্পিয়ন করেছিলেন হাসারাঙ্গা, এবারও তার কাঁধেই দলটির নেতৃত্বভার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া