শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

টঙ্গী-জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন, রক্ষা পেল ১২০০ যাত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
টঙ্গী-জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন, রক্ষা পেল ১২০০ যাত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি : 

টঙ্গী-জয়দেবপুরে ১০ ফুট রেললাইন হঠাৎ বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের ১২শ’ যাত্রী।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশের ঢাকামুখী লেন বেঁকে গিয়ে এ ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনের ১২শ’ যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেসের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় লাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিক নির্দেশ দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে বিস্তারিত অবহিত হই।

তিনি বলেন, কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল সেটি বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর রেললাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুলাইনে ট্রেন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া