করোনার মধ্যে লকডাউনে জীবন জীবিকা থমকে ছিল। সবকিছুর মতো সিনেমার শুটিংও বন্ধ ছিল। কিন্তু লকডাউনের কঠিন সময়ের মধ্যেও কেউ কেউ গোপনে সিনেমার শুটিং করেছেন। এদের একজন অভিনেত্রী জয়া আহসান।
গত ছয় মাসের প্রায় পুরোটা সময় সামাজিক যোগাযোগ সক্রিয় ছিলেন জয়া। নানা কারণে খবরের শিরোনাম হলেও সিনেমার ব্যাপারে কোথাও মুখ খুলেননি।
আরও পড়ুন : ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে?
হঠাৎ এক গণমাধ্যমকে জয়া জানান, করোনাকালের শুরুতে নির্মাতা পিপলু আর খান তাকে সিনেমার প্রস্তাব দেন। ব্যস্ততা না থাকায় এই অভিনেত্রী তখন রাজিও হয়ে যান। শুটিং করেন ১৫ দিনের মতো। নাম না জানা এই সিনেমার গল্প লিখেছেন পিপলু আর খান ও নুসরাত মাটি।
এই ছবিটি প্রযোজনা করেছে পিপলু আর খানের ‘অ্যাপলবক্স ফিল্মস’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’।