বিনোদন ডেস্ক :
মোটা অংকের অর্থ নিয়ে অনুষ্ঠানের যোগ না দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে।
রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত বলিউডের এই অভিনেত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ রুপি নিয়েছিলেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালী পূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনে জেরিন খান হুমকি দেন,কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!
অভিনেত্রীর এই হুমকির পর মুম্বাইতে কাজ পেতেও অসুবিধা হয় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার। আর এ প্রতারণার অভিযোগের ভিত্তিতেই নারকেলভাঙা থানায় নায়িকার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। সেই মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল হলে জেরিন খান ও তার ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ হিসেবে নোটিশ দেয়া হতে পারে জেরিন খানকে। কিন্তু তাতেও যদি তারকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক করেন জেরিন খান। সেই সময় অনেকেই তার সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন। তখন ক্যাটরিনার সঙ্গে সালমানেরও বিচ্ছেদ হয়। আর এই নায়কের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন জেরিন।
এ নায়িকা তারপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু কয়েকটি সিনেমায় তাকে দেখা গেলেও এরপর হঠাৎ করেই আড়ালে চলে যান। তারপর থেকে খুব একটা পর্দায় দেখা যায় না তাকে।