শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

জীবননগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
জীবননগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নানের প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে উথলী ইউনিয়নের মোল্লাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান আব্দুল হান্নান দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে মোটরবাইক চালিয়ে বাড়ী ফিরছিলেন। জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের আকন্দবাড়ীয়া আবাসন ও উথলী মোল্লাবাড়ীর মাঝামাঝি স্থানে আসলে দুর্বৃত্তরা চলন্ত মোটরবাইকের মধ্যেই ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায়।

এসময় চেয়ারম্যান আব্দুল হান্নানের পিঠে কোপ লাগে। তিনি মোটরবাইক না থামিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে উথলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে পৌঁছান। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

খরব পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার টগরসহ বিভিন্ন নেতাকর্মীরা খোজঁ নিতে হাসপাতালে উপস্থিত হয়েছেন।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, পিঠে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। ফুসফুসেও আঘাত লাগতে পারে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবিদ হাসান জানান, হামলায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশ অনুসন্ধানে মাঠে নেমেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর নির্বাচন চলাকালে নিজ বাড়ীর সামনে হেলমেট পরিহিত দুজন হামলা চালিয়ে মোটরসাইকেল দ্রুত সরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া