শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা : সোলায়মান সেলিমসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা : সোলায়মান সেলিমসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় পুরান ঢাকার সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের দুই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

আদালতে হাজির করে দুজনের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

মামলার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। প্রথমে ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এ ঘটনায় গত ২১ নভেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া