মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে : মঈন খান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে : মঈন খান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি, তারা সবাই মুখিয়ে আছে। জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেজন্য সংস্কার সংস্কার বলে সময়ক্ষেপণ করে নির্বাচনকে দীর্ঘায়িত করা বিএনপি মানবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ দেড় যুগ ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। এর জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলমসহ নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের সঙ্গে ছাত্রদের আন্দোলন স্ফুলিঙ্গ হলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। গত ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর আবার কেন গণতন্ত্রমনা মানুষের সমাবেশ করতে হচ্ছে। ভোট নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের পতনের পর এখনো কেন প্রশাসনসহ সব স্তরে ফ্যাসিস্টদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কিন্তু ভোট নিয়ে নানা বাহানা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু ভোট না দিয়ে থাকতে পারে না।

তিনি বলেন, নতুন প্রজন্মের তরুণ-যুবকদের আমরা বয়স দিয়ে নয়, তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করব। বর্তমান অন্তর্বর্তী সরকারে তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন, তারা যদি নতুন চিন্তার নতুন যোগ্যতা দেখাতে না পারেন তাহলে জাতি হতাশ হয়ে পড়বে।

মঈন খান বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য আরও বাড়লে সাধারণ মানুষ ফুঁসে উঠবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই। বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মা দমনে সরকার ব্যর্থ।

তিনি বলেন, আজকে স্বৈরাচারকে বিদায় করেও জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জাতীয় নির্বাচনের জন্য। বাংলার জনগণ ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে ৬ মাস, ৬ বছর সময় চায় না জনগণ। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই।

তিনি আরো বলেন, বছরের পর বছর ধরে আন্দোলন করেছি, জুলুম-নির্যাতন সহ্য করেছি। সারা দেশের ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছিল। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই।

ড. আব্দুল মঈন খান বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকারের জন্য। এ দেশের মানুষ যেন অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে, দ্রব্যমূল্য যেন মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, কোনো দুর্নীতিবাজ, অবৈধ মজুতদার, যারা ব্যবসা-বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে তখন আমরা বিদ্রোহ করেছিলাম ’৭১ সালে। কাজেই আজকে নতুন করে সেটা করতে হবে।

তিনি বলেন, দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে নাই। সামনে রমজান মাস আসছে। এ মাসে যদি আবার দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয় তাহলে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া