শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

‘জওয়ান’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি দীপিকা

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
‘জওয়ান’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি দীপিকা

বিনোদন ডেস্ক : 

শাহরুখ খানের বিপরীতে ‘শান্তি প্রিয়া’র চরিত্রে ‘ওম শান্তি ওম’ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। এরপর একাধিকবার শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। কাজ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমাতে। সম্প্রতি ‘পাঠান’ সিনেমাতে শাহরুখ-দীপিকার রসায়ন নজর কেড়েছে দর্শকদের। ঠিক এরপরই ‘জওয়ান’ সিনেমাতে দেখা মিলল দীপিকার।

‘জওয়ান’ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার চরিত্রের নাম ঐশ্বরিয়া রাঠোর। স্বল্প সময়ের এ চরিত্র রূপায়ন করে নজর কেড়েছেন তিনি। শাহরুখের মায়ের চরিত্রে দেখা গেছে তাকে। যদিও বলা ভালো, এ সিনেমাতে দীপিকা ছিলেন দু’টি ভূমিকায়। একদিকে মা, অন্যদিকে স্ত্রীর চরিত্রে। দীপিকা যে শাহরুখের ‘লাকি চার্ম’, সেটা জানাতেও দ্বিধাবোধ করেননি বাদশা। তাই জওয়ানে ক্যামিয়ো চরিত্র করতে রাজি হন দীপিকা। অল্প একটু চরিত্রের জন্য কত কোটি টাকা নিলেন অভিনেত্রী?

বিশ্বজুড়ে গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে ৬৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত এ সিনেমা।

শোনা গেছে, এ সিনেমার জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। তবে এটা একেবারেই গুজব। অভিনেত্রী জানান, এ সিনেমার জন্য তিনি এক টাকাও নেননি। কারণটা অবশ্যই শাহরুখ। তাকে কখনোই ‘না’ বলতে পারেন না অভিনেত্রী।

দ্য উইক-কে সাক্ষাৎকার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন কিনা? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘না, আমি এটা করি না।’

ব্যাখ্যা করে দীপিকা পাড়ুকোন বলেন, আমি ‘৮৩’ সিনেমার অংশ হয়েছি। কারণ এ সিনেমায় সেই সব নারীদের কথা বলা হয়েছে, যারা তার স্বামীর গৌরবে পাশে দাঁড়ান। এ কাজটি আমি আমার মাকে করতে দেখেছি। এটি ছিল সেই নারীদের প্রতি শ্রদ্ধা, যে নারীরা স্বামীকে সমর্থন করার জন্য ত্যাগ স্বীকার করেন। তা ছাড়া শাহরুখ খানের সিনেমার যেকোনো বিশেষ চরিত্র মানেই সেখানে আমি আছি। রোহিত শেঠির ক্ষেত্রেও একই।

শাহরুখ খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন দীপিকা। বলিউড বাদশার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, আমরা একে অপরের ‘লাকি চার্ম’। আমাদের পরস্পরের প্রতি একটা অধিকারবোধ আছে। আমি হাতেগোনা কয়েকজনের মধ্যে অন্যতম; যাদের সামনে শাহরুখ তার নিজের ভেতরের সত্তাটা মেলে ধরতে পারেন।’

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: