স্পোর্টস ডেস্ক :
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই।
২০ বছর আগে অস্ট্রলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা এখনো টিকে আছে রেকর্ড হিসেবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘গদা’ হাতে নিতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতের।

টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের ২৯৬ রানে অলআউট হয় ভারত। ফলে ১৭৩ রানের লিড পায় অজিরা। নিজদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
১৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মার্নাস লেবুশানে।

তবে দলীয় ৮৬ রানে ৪৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান স্মিথ। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১১১ রানে ২৭ বলে ১৮ রান করে হেড ও দলীয় ১২৪ রানে ১২৬ রানে ৪১ রান করে আউট হন লেবুশানে।
এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ক্যামেরুন গ্রিণ। তবে দলীয় ১৬৭ রানে ৯৫ বলে ২৫ রান করে আউট হন গ্রিণ।
এরপর ক্রিজে আসা মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ৯৩ রান সংগ্রহ করেন ক্যারি। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। তবে দলীয় ২৬০ রানে ৫৭ বলে ৪১ রান করে আউট হন স্টার্ক।

স্টার্কের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান প্যাট কামিন্স। সেইসঙ্গে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। অ্যালেক্স ক্যারি ১০৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ৫৮ রানে ৩ উইকেট শিকার করে ইনিংস সেরা বোলার রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তার নামের পাশে যোগ হয়েছে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজও।
 
																			 
										 স্পোর্টস ডেস্ক
																স্পোর্টস ডেস্ক								 
























