শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও চাহিদা বেড়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। এবার চ্যাম্পিয়ন্স লিগের আম্পায়ার প্যানেলেও তাকে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি আসরটির জন্য আরও ১৪ জনের নাম ঘোষণা করেছে সংস্থাটি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের চারটি ভেন্যু হচ্ছে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৫ জন আম্পায়ারের একটি প্যানেল আসন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন।

আইসিসির আম্পায়ার ও ম্যাচ রেফারি বিষয়ক সিনিয়র ম্যানেজার শন ইজি বলছেন, সেরা আম্পায়রদেরই বেছে নিয়েছেন তারা, আমরা চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের জন্য সেরা আম্পায়ারদেরই বেছে নিয়েছি। তারা দারুণভাবে টুর্নামেন্টের সবকিছু সামলাবে, এটাই আশা করছি। তাদের স্মরণীয় একটা টুর্নামেন্ট কাটুক, এমনটাই প্রত্যাশা।

অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে আছেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকার। এরা সবাই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তালিকায় থাকা বাকিরা। এর মধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

ম্যাচ রেফারিদের প্যানেলের নেতৃত্ব দেবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সম্মানিত সদস্য।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। যাকে সবাই সৈকত হিসেবেও চেনে। মাঠে তার সিদ্ধান্ত নিয়েও বেশ প্রশংসিত হচ্ছেন। কদিন আগেই বোর্ডার-গাভাস্কার সিরিজের মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে নিয়েছিলেন সাহসী সিদ্ধান্ত। যা পরবর্তীতে প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের।

এরপর সিডনি টেস্টে তার উপস্থিতি নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সৈকতকে নিয়ে। তবে বাংলাদেশি আম্পায়ার সেখানেও ছিলেন নিখুঁত, নির্ভুল। ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও দেখা যাবে সৈকতকে।

আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া