নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কুনমিংয়ে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।
রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেইজিং যাওয়ার আগেই আমার কুনমিংয়ে ট্রানজিট ছিল। সে সময় কুনমিংয়ের ডেপুটি গভর্নরের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশিরা যেন ভারতের বিকল্প হিসেবে কুনমিংয়ে চিকিৎসা নিতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়েছি। কেননা, এখন ভারতের ভিসা পেতে জটিলতা তৈরি হয়েছে।
উপদেষ্টা বলেন, গভর্নর আমাদের জানিয়েছেন, কুনমিংয়ে দুই-তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বিশেষায়িত করা হবে। তবে আমরা বলেছি, চিকিৎসার জন্য ভিসা পেতে যেন সহজ হয়, ভিসা ফিও যেন কমানো হয়।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। এখন স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।
তিনি বলেন, ‘চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীন সফরে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুতে আলোচনা হতে হলে আগে সমঝোতা হতে হবে। এজন্য একটু সময় লাগবে। সমঝোতা সই হওয়ার পর এ নিয়ে আলোচনা হবে।
ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এবারের সফরে আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি। সেইসঙ্গে বলেছি, তারা (চীন) এ নিয়ে যে স্টাডি করছে, সেগুলো যেন আমাদের সঙ্গে শেয়ার করে। তারা নিশ্চিত করেছে, তাদের কারণে পানির প্রবাহ কমবে না।
পানিসম্পদ ব্যবস্থাপনা ইস্যুতে চীনের সঙ্গে সমঝোতা নবায়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নবায়ন করার বিষয়ে ঢাকা-বেইজিং উভয়েই ঐকমত্যে পৌঁছেছে। নবায়নে আর কী কী সংশোধন করা যেতে পারে, তা দুই পক্ষই খতিয়ে দেখছে।
তিনি বলেন, নবায়ন ইস্যুতে আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের (বেইজিং) দিয়েছি। তারা তাদের পর্যবেক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করেছে। একটু সময় লাগবে (নবায়নের খসড়া চূড়ান্ত হতে), তবে হয়ে যাবে।
তিনি আরও বলেন, দুই পক্ষের সম্মতিতে নবায়ন ইস্যুতে আরও কিছু নতুন বিষয় সংযোজন করা হবে, এজন্য সময় লাগছে। তবে ‘ইয়ালুজাংবু-যমুনা’ নদীর জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক এবার সই হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে, বিষয়টি দেখবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি একেবারে সত্যি কথাটা আপনাদের বলি, এ নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটি নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না।