চলে গেলেন বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এসময় চিকিৎসকরা তার নিউমোনিয়া হওয়ার কথা বলেন। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা যান।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ অভিনেতা ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে
মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশালে জন্ম নেওয়া কে এস ফিরোজ ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন।