Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক দেলোয়ার হোসেন (৩০) ও যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। আর মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশায় করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ট্রাকচাপায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালখালীতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক দেলোয়ার হোসেন (৩০) ও যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। আর মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশায় করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ট্রাকচাপায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালখালীতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।