বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটের ইউএনও’কে হত্যাচেষ্টার ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
ঘোড়াঘাটের ইউএনও'কে হত্যাচেষ্টার ঘটনায় আটক ৫
আটককৃত তিন আসামী

গভীর রাতে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব-পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দুজন হামলার দায় স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি মামলাও হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, আটককৃতদের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য না পাওয়া পর্যন্ত তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক অভিযান চলমান রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সকালে ঘোড়াঘাট ইউএনওর বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম তদন্ত করছেন।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, অভিযান চালিয়ে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। র‌্যাব আলাদাভাবে আরও একজনকে আটক করেছেন।

আরও পড়ুন : অস্ত্রোপচার সম্পন্ন : এখনও শঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নৈশ্যপ্রহরী পলাশ আহম্মেদকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অপর তিনজনকে ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৩৫)। একই উপজেলার দক্ষিণদেবীপুর গ্রামের বাসিন্দা এবং শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ আলম (৩৪) ও সাগরপুর গ্রামের আসাদুল হক (৩৫)। পাশাপাশি র‌্যাব নববীরুল ইসলাম (৩৮) নামের একজনকে ঘোড়াঘাট উপজেলা সংলগ্ন চক বামনদিয়া বিশ্বনাথপুর গ্রাম থেকে আটক করেছে।

প্রসঙ্গ, গত বুধবার মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা উপজেলা পরিষদের নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে দুর্বৃত্তরা পিপিই ও মাস্ক পরে বাসায় প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে বেধম আঘাত করে। এ সময় বাসায় থাকা তার বাবা শেখ ওমর আলী মেয়েকে বাঁচাতে এলে তাকেও সন্ত্রাসীরা গুরুতর আঘাত করে। দুর্ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ওয়াহিদা খানম ও তার বাবা শেখ ওমর আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া