সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি : শেখ হাসিনা
শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ঘুম থেকে উঠেই জায়নামাজ খ্ুঁজি। নামাজ পড়ি। নিজের হাতে চা বা কফি বানিয়ে খাই।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পার্টির মো, ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নে জানতে চান প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কী খোঁজেন।

জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, নিজের হাতে বিছানা গুছিয়ে রাখি। নিজের কাজ নিজে করি। যদি আমার ছোট বোন শেখ রেহানা থাকে, তাহলে যে আগে ওঠে সে চা বা কফি বানায়। এখন পুতুল আছে আগে যে ওঠে সে-ই করে।

জাতীয় সংসদের মূলতবি অধিবেশন বুধবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় সদস্যরা উপস্থিত আছেন।

আরও পড়ুন : সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলে। প্রথমে তারকা চিহ্নিত ১ নম্বর প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৬ সেপ্টেম্বর চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হচ্ছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া