শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
গোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক বাদল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু এ ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, শিক্ষক বাদল বিশ্বাস সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষক মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন।

ওসি আরও বলেন, রাজবাড়ি রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা গোপালগঞ্জে আসছেন। এ ব্যাপারে তারা পবরর্তী প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহণ করবে।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: