শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

গণপরিবহনের বাড়তি ভাড়া কমাতে বিআরটিএতে বিকেলে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
গণপরিবহনের বাড়তি ভাড়া কমাতে বিআরটিএতে বিকেলে বৈঠক
রাজধানীর গুলিস্তানে গণপরিবহনের জট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেন সীমিত পরিসরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। একটা করে আসন খালি রেখে গণপরিবহন চালানোর জন্য বলা হলে মালিকপক্ষ ভাড়া বাড়ানোর দাবি তোলে। সে দাবিতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়।

এখন স্বাস্থ্যবিধি অনুসরণ করা না হলেও ভাড়া আগেরটাই আদায় করা হচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সে কারণেই গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও স্বাস্থ্যবিধি নিয়ে আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে বৈঠক ডাকা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে।

এ বিষয়ে করণীয় ঠিক করতেই বৈঠকটি ডাকা হয়েছে বলে বিআরটিএ সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল কোর্ট ও উচ্চহারে জরিমানা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণপরিবহনের মালিক ও শ্রমিক পক্ষগুলোকে বৈঠকে ডাকা হয়েছে।

গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। ঈদুল আজহা পর্যন্ত স্বাস্থ্যবিধি ভালোই মানা হয়েছে। কিন্তু ঈদের শেষে সরকারি অফিস পুরোপুরি খুলে দেওয়ার পর থেকে গণপরিবহনে শারীরিক দূরত্ব মানার নিয়ম ভাঙা হচ্ছে।

যখন যাত্রী কম তখন নিয়ম মানা হচ্ছে। যাত্রী বেশি পেলেই ভাঙা হচ্ছে নিয়ম। নিয়ম ভঙ্গ করলেও ৬০ শতাংশ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ঠিকই।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বৈঠকে পরিবহন সংশ্লিষ্টরা যোগ দেবেন। বর্তমান পরিস্থিতিতে গণপরিবহন চলাচল নিয়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া