কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউপির শাহপরীরদ্বীপে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে দেড় লক্ষাধিক ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির অন্তর্গত শাহপরীরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নারী কারবারি শাহপরীরদ্বীপ ক্যাম্প পাড়া নামক এলাকার বাসিন্দা আব্দুল আমিনের স্ত্রী নুর ফাতেমা (২৬)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫ কর্মরত গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৯ নং ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর সময় নুর ফাতেমা নামে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এরপর ধৃত নারীর স্বীকারোক্তিতে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বস্তাবন্দি ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বিশেষ কায়দায় মজুত করতো। পরে তাদের সুবিধামতো মজুতকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।
জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।