মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন

ক্ষতিপূরণ চেয়ে আইনি লড়াই করবে কাতার এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

অবরোধ আরোপকারী চারটি আরব দেশের কাছ থেকে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার শরণাপন্ন হবে কাতার এয়ারওয়েজ।
গত বুধবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চারটি দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকা, বিনিয়োগ মূল্যের ক্ষতি এবং বিশ্বজুড়ে তাদের কার্যক্রমের ক্ষতি সাধন করায় এ অর্থ পেতে আরবিট্রেশন নোটিসসহ সব ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর: আল জাজিরা।

সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে কাতারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
এর আওতায় কাতারের সঙ্গে স্থল, আকাশ ও নৌ সীমান্ত বন্ধ করে দেয় এসব দেশ। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দোহার দাবি কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চাইছে এসব আরব দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: