স্পোর্টস ডেস্ক :
কোপা আমেরিকায় এবারের শিরোপার নিষ্পত্তি হয়েছে গত ১৪ জুলাই। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপার স্বাদ পেয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচের দুই সপ্তাহ পর কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করল দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
টুর্নামেন্টের সেরা একাদশে আর্জেন্টিনা থেকে মেসিসহ সর্বোচ্চ ৫ জন জায়গা পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২ জন জায়গা পেয়েছেন রানার্স আপ দল কলম্বিয়া থেকে। এছাড়া ব্রাজিল, উরুগুয়ে, কানাডা, ইকুয়েডর থেকে একজন করে ফুটবলারের জায়গা হয়েছে এই একাদশে।
টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেননি মেসি। আসরে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি করে গোল ও অ্যাসিস্ট পান তিনি। তারপরও একাদশে জায়গা হয়েছে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডে। ৪-৩-৩ ফর্মেশনের এই একাদশের আক্রমণভাগে মেসি ছাড়া অন্য দুজন হলেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ ও ব্রাজিলের রাফিনিয়া। ফাইনালসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল দিয়েছেন মার্তিনেজ।
মিডফিল্ডে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কলম্বিয়ার হামেস রদ্রিগেজের পাশাপাশি আছেন আছেন উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো দে পল। এছাড়া রক্ষণের চারজন হলেন- আর্জেন্টিনার ক্রিস্তিয়ান রোমেরো, কলম্বিয়ার দাভিদসন সানচেজ, কানাডার অ্যালিস্টার জনস্টন ও ইকুয়েডরের পিয়েরো হিনকাপি। গোলবারে অবধারিতভাবেই আছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষক এবারের টুর্নামেন্টে ১ গোল হজম করেছেন মাত্র। একটা পেনাল্টি শ্যুটআউটও জিতেছেন। তিনি ছাড়া সেরা একাদশে আর কেই বা আসতেন?
২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)।
ডিফেন্ডার: অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেজ (কলম্বিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা) ও পিয়েরো হিনকাপি (ইকুয়েডর)।
মিডফিল্ডার: হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে) ও রদ্রিগো দে পল (আর্জেন্টিনা)।
আক্রমণভাগ: রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।