স্পোর্টস ডেস্ক :
কোপা আমেরিকার ২০২৪ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ড্র অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ আসরের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছে পেরু ও চিলিকে। এছাড়া প্লে অফ খেলে তাদের গ্রুপে যোগ দেবে কানাডা অথবা ত্রিনদাদ এন্ড টোবাগো।
অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই শক্তিশালী দল কলম্বিয়া ও প্যারাগুয়ের মুখোমুখি হবে। তাদের অন্য প্রতিপক্ষ হবে কনকাকাফ অঞ্চল থেকে প্লে অফ খেলে আসা হন্ডুরাস অথবা কোস্তারিকা। এই চার দল আছে গ্রুপ ‘ডি’ তে। অন্যদিকে মেসির আর্জন্টিনা আছে গ্রুপ ‘এ’ তে।
ব্রাজিল-কলম্বিয়া ও প্যারাগুয়ের গ্রুপকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ বা গ্রুপ অব ডেথ। স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ‘সি’তে। তাদের গ্রুপের অন্য তিন দল হলো- উরুগুয়ে, বলিভিয়া ও পানামা। মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকাকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’।
২০১৫ সালের কোপা আমেরিকা এবং ২০১৬ সালে শতবর্ষ কোপার আসরে এই চিলির কাছেই ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। পুরাতন প্রতিপক্ষকে এবার অবশ্য কিছুটা আগে ভাগেই পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ জুন মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।
এবারের আসরে খেলবে মোট ১৬টি দল। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্যের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) ৬ দল। এবারের ড্রতে উল্লেখযোগ্য বিষয় হলো, একই গ্রুপে কনমেবলের চার দল আর কনক্যাকাফের ৩ দল দেওয়া হয়নি।
৪৮তম কোপা আমেরিকার এই আসরের পর্দা উঠবে আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ দিয়ে। ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। এ ছাড়া ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই। টুর্নামেন্টের গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।
কোপা আমেরিকা ড্র
গ্রুপ এ : আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
গ্রুপ বি : মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
গ্রুপ সি : যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি : ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস।