বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনায় একটি কুরিয়ার সার্ভিস থেকে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা বহনকারী এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানা পুলিশের একটি দল।
শনিবার (১৩ জুলাই) রাতে বরগুনা সদর উপজেলার ক্রোক স্লুইস এলাকা থেকে মোসা. কাকলী আক্তার (৩২) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি সদর উপজেলার মাইঠা গ্রামের বেল্লাল বয়াতির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বস্তার মধ্যে ৫০ প্যাকেট চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা পরিবহণের সময় ওই নারীকে আটক করে পুলিশ। জব্দ গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। মাদকের এ চালানটি কোথা থেকে এসেছে তার তথ্য আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তবে আমাদের ধারণা, এ চালানটি কুমিল্লা বা কক্সবাজার থেকে আসতে পারে।
আটক কাকলী আক্তারকে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।