শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ ফেব্রুয়ারি) এক নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডার ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সোমবার (৩ ফেব্রুয়ারি) এক্সে জানিয়েছেন, ট্রাম্প এক মাসের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন।

প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। এরপরই তিন শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ট্রাম্প শর্ত দিয়েছেন, মেক্সিকোকে সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। এই সেনারা বিশেষ করে নজর দেবেন ফেনটানেল নামের একটি মাদকের ওপর। যেটি নিয়েই ট্রাম্প সবচেয়ে বেশি চিন্তিত।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবে বলেও জানান ট্রুডো। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থপাচারও বন্ধ করা হবে।

চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এই আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া