মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

কাতার এয়ারওয়েজে ভ্রমণের জন্য করোনা সনদ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
কাতার এয়ারওয়েজে ভ্রমণের জন্য করোনা সনদ বাধ্যতামূলক
সংগৃহিত ছবি

করোনা পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন নিয়ম আরোপ করেছে কাতার এয়ারওয়েজ। এরই অংশ হিসেবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের যাত্রীদের জন্য করোনা সনদ বাধ্যতামূলক করেছে কাতার এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।

মঙ্গলবার কাতার এয়ারওয়েজের দেয়া এ নির্দেশনায় বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ আগামী ১৩ আগস্ট থেকে দোহাগামী সকল যাত্রীর জন্য করোনা পরীক্ষার সনদ নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : কুয়ালালামপুরে বিমানের নিয়মিত ফ্লাইট ১৮ আগস্ট থেকে

তবে ১২ বছরের কম বয়সী শিশুরা পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ করলে তাদের করোনা সনদ লাগবে না।

যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে করোনা পরীক্ষা করাতে হবে।

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাতারে ভ্রমণের আগে যাত্রীদের নির্দিষ্ট ১৪ জেলার যে কোন একটির সিভিল সার্জন নির্ধারিত স্থানে যাত্রা সময়ের ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় বাকি থাকতে নমুনা প্রদান করে করোনা পরীক্ষা করাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া