কলকাতার অভিনেত্রী
শুভশ্রী গাঙ্গুলি পুত্র সন্তানের মা হলেন । প্রিয় নায়িকার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা শুভশ্রী ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তারা। পাশাপাশি জিৎ, নুসরাত, শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সহ টলিগঞ্জের অনেক সহকর্মীই শুভশ্রীকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন নায়িকা। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে গাঙ্গুলি ও চক্রবর্তী পরিবারে।
জানা গেছে, শুভশ্রী ও তার সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তান দুজনেই সুস্থ আছেন। এদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী।
সম্ভবত, এটি অভিনেত্রীর হাসপাতালে যাওয়ার আগ মুহুর্তে তুলেছিলেন রাজ।
চলতি বছরের ১১ মে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ভক্তদের সঙ্গে খুশির সংবাদ ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী দম্পতি। মূলত এরপর থেকেই রাজ-শুভশ্রীর ঘরে নতুন সদস্য কবে আসবে তা নিয়ে চর্চা চলছিলো ভক্ত মহলে। অবশেষে শুভশ্রী ভক্তদের অপেক্ষার প্রহর ফুরালো।
Like this:
Like Loading...