করোনা জয় করেছেন বিগ-বি অমিতাভ বচ্চন। তার সাম্প্রতিক কভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছেন তিনি। রোববার বিকেলে টুইট করে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।
অমিতাভ বচ্চন গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে এর পরই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকেই অমিতাভ বচ্চন ক্রমাগত তাঁর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় ছিলেন।
আরও পড়ুন : ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া
অভিষেকই টুইট করে অমিতাভের বাড়ি ফেরার খবর দিলেন। যদিও ছাড়পত্র মেলেনি তাঁর। তাঁর রিপোর্ট ফের পজিটিভ আসায় তাঁকে হাসপাতালেই থাকতে হয়েছে।
টুইট করে অভিষেক লিখেছেন, বাবার রেজাল্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়িতেই তিনি এখন বিশ্রাম নেবেন।
রোববার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বাসভবন জলসায় যাওয়ার পর অমিতাভ বচ্চন টুইট করে বলেন, আমার কভিড-১৯ নেগেটিভ এসেছে এবং আমায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আমায় বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে। নানাবতী হাসপাতালের যত্ন ও চিকিৎসার কারণে আজ এই দিনটা দেখতে পারছি।
সূত্র : ওয়ানইন্ডিয়া