বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

করোনায় ৩৩ বছর ধরে ফেল করা দশম শ্রেণির পরীক্ষার্থী পাস

রিপোর্টারের নাম
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২০
করোনায় ৩৩ বছর ধরে ফেল করা দশম শ্রেণির পরীক্ষার্থী পাস
নুরুদ্দিন

কখনও কখনও মহামারীও সুফল ডেকে আনতে পারে। তার প্রমাণ পাওয়া গেল ভারতে। মহামারী করোনার কারণে ৫১ বছর বয়সী এক ব্যক্তি পরীক্ষা ছাড়াই পাস করে গেলেন। ১৯৮৭ সাল থেকে দশম শ্রেণিতে পরীক্ষা দিয়ে আসছিলেন তিনি। কিন্তু এই ৩৩ বছরেও পাসের মুখ দেখেননি তিনি।

ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, ৩৩ বছর ধরে দশম শ্রেণিতে প্রতিবছরই পরীক্ষায় অংশ নিতেন মহম্মদ নুরুদ্দিন নামে হায়দাবাদের এক বাসিন্দা। কিন্তু কখনও ধৈর্য হারা হননি। অধ্যবসায় চালিয়েই গেছেন।

আরও পড়ুন : টিপু সুলতানের বংশধর নোরা স্থান পাচ্ছেন বৃটিশ মুদ্রায়

অনেকেই তাকে বিকারগ্রস্থ বলেছে। নামের সঙ্গে আদু ভাই তকমা জুটেছে। তবুও পিছপা হননি। নিয়মিতই পরীক্ষায় অংশগ্রহণ করে গেছেন। অবশেষে নিজে না পারলেও করোনার কারণে পাস করলেন তিনি।

নুরুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।

সাক্ষাৎকারকে নুরুদ্দিন বলেন, ১৯৮৭ সাল থেকে লাগাতার ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছি। আমি ইংরেজিতে খুব কাঁচা। তাই এতো বছর ধরেও পাস করতে পারছিলাম না। এবার করোনা বাঁচিয়ে দিল। আমি পাস করেছি।

তিনি আরও বলেন, আমাকে লোকে নানা বাজে কথা বলেছে। তবে আমি ঠিক করেছিলাম, পাস করেই ছাড়ব। না হলে লোকে আমাকে ক্লাস টেন ফেল বলত। এবার সেটা বলবে না। আমি এখন ম্যাট্রিক পাস। আমি অনেক খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: