এতদিন করোনায় মৃত্যুহীন ছিল ভুটান। করোনায় আক্রান্ত হয়ে প্রায় সব দেশেই মৃত্যু দেখা গেলেও এ মিছিলে সুরক্ষিত ছিল ভুটান। মৃত্যুহীন এ দেশে মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে ৫ দিনের লকডাউন।
হঠাৎ করেই ভুটানে এমন লকডাউন ঘোষণার পরই থিম্পুতে জনজীবন স্তব্ধ হতে চলেছে।
আরও পড়ুন : সীমান্তে ভারতীয়দের উপর নেপালি পুলিশের গুলির ঘটনা বেড়েছে
কড়া নিয়মের দেশ ভুটান করোনা প্রতিরোধ লড়াইতে বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলেছে আগেই। ওয়ার্ল্ডোমিটার এবং রয়্যাল ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ১১৩ জন। সুস্থ হয়েছেন ৯৭ জন। সুস্থতা ৯০ শতাংশ।
এমনই বিরাট সফলতার পরেও লকডাউন কেন উঠছে প্রশ্ন। দক্ষিণ এশিয়ার এ একটি দেশেই এতদিন লকডাউন দেয়া হয়নি।
বিবিএস এবং থিম্পুর সংবাদ মাধ্যমের খবর, সম্প্রতি গুরুত্বপূর্ণ পারো শহরে করোনায় আক্রান্ত হন এক বৃদ্ধা। তিনি থিম্পু এবং জেলেফু শহরের বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছিলেন। এই সংবাদ আসতেই লকডাউন শুরু করল ভুটান সরকার।