করেনোভা্নইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা
অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস।
মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি স্ট্রোক করলে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বিশ্বাসকে। পরে জানা যায়, তার ফুসফুসে পানি জমেছে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আর সেখানেই জীবন যুদ্ধে হেরে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
অপু বিশ্বাসের পৈত্রিক নিবাস বগুড়া শহরের কাটনার পাড়াতে।এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়ার বাড়িতে নিয়ে সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। শেফালি বিশ্বাস অপুর সঙ্গেই ঢাকায় থাকতেন।
বহু সাক্ষাতকারে অপু জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।