বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কারণে থমকে গেছে মানুষের জীবন। তবে জীবজগতে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে মানুষের পদচারণা কমে যাওয়ায় জীবজগতের অনেক প্রাণী এখন স্বাধীন। তারা অবাধে বিচরণ করার সুযোগ পাচ্ছে। পরিবেশের দূষণ করে প্রকৃতি ফিরে পেয়েছে নতুন জীবন। প্রকৃতির সাথে পশু-পাখি থেকে শুরু করে সমুদ্রের মাছও কিছুটা স্বাধীনতা ভোগ করছে।
হাওয়াই এর হানুমা বে সংলগ্ন সংরক্ষিত এলাকায় গবেষকরা কাজ করছিলেন। করোনাভাইরাসের কারণে অন্য মানুষের আনাগোনা সেখানে নেই বললেই চলে।
আরও পড়ুন : করোনার থাবা আন্দামানের বিপন্ন জনগোষ্ঠীতেও
গবেষকরা দেখেন, সমুদ্রের স্বচ্ছ পানিতে বিশালাকার মাছ ঘুরে বেড়াচ্ছে। জানা গেছে, গত পাঁচ মাসের মধ্যে কেবল ওই গবেষকরাই সেখানে যাওয়ার অনুমতি পেয়েছেন। আর জনমানবহীন জায়গায় এই ফাঁকে ঘুরতে এসেছে বিশালাকার মাছটি। গবেষকরা হুট করে গিয়ে তার সাক্ষাৎ পান।
জানা গেছে, সেখানকার পানি এখন আগের চেয়ে ৪০ শতাংশ স্বচ্ছ। অন্য সময় দিনে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে পানি নোংরা করে ফেলে।
গত ১৮ মার্চ থেকে জায়গাটিতে কোনো দর্শনার্থী ঢুকতে দেওয়া হচ্ছে না। তার আগে দিনে অন্তত তিন হাজার মানুষ সেখানে ঘুরতে যেতেন।
সূত্র : সিভিল বিট