বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে
সাদেক বাচ্চু

অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

এদিকে সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। তাই লাইফ সাপোর্টে নিতে হয়েছে তাকে। এর

আরও পড়ুন : কারাগারে ধর্ষিত হওয়ার ভয় রিয়া চক্রবর্তীর

আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সাদেক বাচ্চুর পরিবার থেকে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল প্রবীণ এ অভিনেতার।

পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে, অক্সিজেনের সাহায্য শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে এ অভিনেতার। সে সময় ঢামেকে তার চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি ঘটলে অভিনেতাকে ঢামেক থেকে ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া