শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

করোনাভাইরাসে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
করোনাভাইরাসে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

গত কয়েকদিন ধরেই বিশ্বব্যাপী নিম্নমুখী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাও অনেকটা কম ছিল। বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৯ হাজার ৮৭০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১২ লাখ ২ হাজার ১০২ জনে।

শুক্রবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই জাপান, তাইওয়ান, রাশিয়া, মেক্সিকো, পেরু, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর অবস্থান।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৩৪ জন এবং মারা গেছেন ৮০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ২৯৬ জন শনাক্ত এবং ৭২ হাজার ৯৮৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ১২৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৭৬০ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৩৯১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৪০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৮৮ এবং মারা গেছেন ১৮ হাজার ৩৭১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৫৪২ জন। আর মৃত্যু হয়েছিল ৩১৪জনের। মানে আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মানুষ। কিন্তু দেশটিতে গত দিনে সংক্রমণ কিছুটা কম এসেছে। তবে সংক্রমণ বেড়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া